মোবাইলে ফিফা বিশ্বকাপ লাইভ দেখার উপায় | Ways to watch FIFA World Cup live on mobile

 

মোবাইলে ফিফা বিশ্বকাপ লাইভ দেখার উপায়,ফুটবল খেলা লাইভ 2022




বিশ্বকাপ খেলা ভালবাসেনা এমন মানুষ সারা পৃথিবীতে খুবই কমই আছে। আমাদের দেশেও তার ব্যতিক্রম কিছু নয়। ফুটবল বিশ্বকাপের সময় আমাদের দেশে রাস্তাঘাটে অথবা বাড়ির ছাদে প্রায়ই দেখা যায় আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল সহ বিভিন্ন দেশের জাতীয় পতাকার শোভা। এছাড়াও বিভিন্ন দেশের ভিতরে প্রীতি ম্যাচ, কোপা আমেরিকা, ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ, ইউরোপীয় লিগের খেলা ও আমরা সারা বছর ধরে উপভোগ করে থাকি। কিন্তু ব্যস্ত জীবনে অনেকেই আছে বাড়িতে বসে  লাইভ খেলা দেখার সুযোগ পায় না। অথবা কাজের চাপে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে এই লাইভ খেলা দেখার চেষ্টা করতে হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে এর সঠিক কোন পথ খুঁজে পাওয়া যায় না। অনেকে ফেসবুকে লাইভ করে অথবা ইউটিউবে লাইভ দেখে। কিন্তু সবথেকে বড় সমস্যা হল এই লাইফগুলো মাত্র কয়েক মিনিটের জন্য হয়। যখনি কোন পেজে লাইভ খেলা দেখানো হয় তার কিছু সময় পরেই এটি কপিরাইট ধরে ব্লক করে দেওয়া হয়। আর এভাবেই এক পেজ থেকে অন্য পেজে খুঁজতে হয় লাইভ খেলা দেখার জন্য। লাইভ খেলা চলাকালীন সময়ে এভাবে খুঁজতে খুঁজতেই সময় চলে যায়। পুরো খেলাটা ভালোভাবে উপভোগ করা যায় না। অনেকে আবার অনেক ধরনের অ্যাপস ব্যবহার করে খেলা দেখার জন্য। কিন্তু সমস্যা একটাই। যে চ্যানেলগুলো সরাসরি লাইভ খেলা সম্প্রচার করে সেই চ্যানেলগুলো দেখতে পাওয়া যায় না। অথবা দেখা গেলেও সেখানে পেমেন্ট করতে হয়। আমি আজকে আপনাদের সামনে এমনই একটি ট্রিক দেখিয়ে দেব। যার মাধ্যমে আপনারা সরাসরি ফুটবল লাইভ খেলা দেখতে পারবেন কোন পেমেন্ট ছাড়াই। এবং এটি 100% কাজ করবে আমি নিজেও এটি ব্যবহার করি।

 ফুটবল লাইভ ম্যাচ

আমি অপরের কথায় বিশ্বাসী নয়। সত্যি বলতে আমি বেশ কয়েকটি অ্যাপ ইনস্টল করে অনেক ঘাটাঘাটি করছি। যেমন ট্রফি , লাইভ নেট টিভি, জিটিভি লাইভ, টি স্পোর্টস, বাইস্কোপ সহ ইউটিউব দেখে বিভিন্ন অ্যাপ সম্পর্কে জেনেছি এবং তা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। কিন্তু প্রকৃতপক্ষে যখনই লাইভ খেলা শুরু হয় তখন এগুলো দিয়ে আমি কোন লাইভ খেলা দেখতে পারিনি। বিভিন্ন ফেসবুক লাইভে দেখার চেষ্টা করেছি ইউটিউবে চেষ্টা করেছি কিন্তু সবখানেই একী সমস্যা। শেষমেষ অনেক ঘাটাঘাটি করে একটিমাত্র অ্যাপ এর সন্ধান পেয়েছি। যেটা 100% সিওর কাজ করেছে। এবং আমি নিজেও এটি ব্যবহার করি।


১. ফুটবল লাইভ খেলা দেখা উপায়

 আজকে আমি যে অ্যাপসটি সম্পর্কে আপনাদের বলব এটি প্লে স্টোরে পাওয়া যাবে না। সরাসরি এটি গুগলে সার্চ করতে হবে। প্রথমে বলে রাখি বেশকিছু অ্যাপস আছে যেগুলো প্লে স্টোরে পাওয়া যায় না। যে কারণে এই অ্যাপ গুলো সাথে আমরা খুবই কম পরিচিত। তবে কিছু কিছু অ্যাপ আছে যেগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায়। সেরকম একটি অ্যাপস হলো আরটিএস টিভি (RTS TV) অ্যাপস। এই অ্যাপসটি খুবই কার্যকরী একটি অ্যাপস। এটির মাধ্যমে আপনি লাইভ ফুটবল খেলা সহ আরো অনেক চ্যানেল উপভোগ করতে পারবেন। তো এই অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন আমি নিচে তা আলোচনা করছি।


২. আরটিএস টিভি (RTS TV) লাইভ ফুটবল খেলা দেখার নিয়ম


প্রথমে আপনাকে গুগলে আরটিএস টিভি (RTS TV)  অ্যাপস লিখে সার্চ করতে হবে। তারপর দেখবেন আরটি এস টিভির ওয়েবসাইটটি চলে আসবে। সেখানে গিয়ে আপনার এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আগে থেকে বলে রাখি গুগোল থেকে কোন অ্যাপস সরাসরি ইন্সটল হয় না। এটি কে প্রথমে ক্রম অথবা অন্য কোন ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে হবে এবং তারপর এটি ইন্সটল করতে হবে। তো প্রথমেই আপনি গুগল থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করুন। তারপর এটি ইনস্টল করে নিন। আপনাদের সুবিধার্থে আমি একটি ফটো শেয়ার করছি যেটা দেখে আপনারা এই  অ্যাপস টি কে চিনতে পারবেন।




৩. ফুটবল লাইভ টিভি

অ্যাপসটি ইন্সটল করা হয়ে গেলে এর হোম পেজ যেতে হবে। হোমপেজে যাওয়ার পরে দেখবেন সিরিয়াল দিয়ে লিখা থাকবে ক্রিকেট-ফুটবল, বাংলা, ইন্ডিয়া, পাকিস্তান, কলকাতা, বাংলা আইপিটিভি, মুভি, নিউ, মিউজিক সহ বেশ কয়েকটি অপশন। এবং যখনই আপনি এর কোন একটা অপশন এর ভিতরে যাবেন তখন সেখানে অনেকগুলো টিভি চ্যানেল দেখতে পাবেন। আপনি যদি ক্রিকেট এর উপর ক্লিক করেন তাহলে ক্রিকেট খেলা দেখায় এই জাতীয় বেশ কয়েকটি চ্যানেল দেখতে পাবেন। যদি ফুটবল অপশনে যান তাহলে ফুটবল খেলা দেখায় এরকম বেশ কয়েকটি চ্যানেল ওখানে চলে আসবে। তারপর বাংলা অপশন এ গেলে বাংলাদেশি বেশ কয়েকটি চ্যানেল চলে আসবে। এভাবে প্রত্যেকটা অপশন এর ভিতর প্রচুর পরিমাণে চ্যানেল দেখতে পাবেন। তো আপনাকে লাইভ ফুটবল খেলা দেখতে হলে যা করতে হবে তা হল, আমরা সবাই জানি বাংলাদেশের বিটিভি চ্যানেল বিশ্বকাপ ফুটবল খেলা সরাসরি লাইভ দেখায়। আমি অন্য কোন চ্যানেলের কথা বলবো না। কারণ সব ফোনে সব ধরনের চ্যানেল অথবা সব ধরনের অ্যাপস কাজ করে না। অনেক ডিভাইস আছে যে ডিভাইসগুলোতে অনেক চ্যানেল শো করে না। কিন্তু এটি 100% কনফার্ম বিটিভি সব ফোনে কানেক্ট নিবে। এবং আপনারা সরাসরি লাইভ ফুটবল খেলা এই টিভি চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন। এর জন্য আপনাকে বাংলা অপশনে যেতে হবে। বাংলা অপশনে গেলে দেখতে পাবেন বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড, চ্যানেল নাইন, মাছরাঙ্গা টিভি, সহ বেশকিছু টিভি চ্যানেল শো করছে। তো আপনাকে জাস্ট বিটিভির পরে ক্লিক করতে হবে। এবং বিটিভির উপর ক্লিক করলেই লিখা আসবে মাল্টিপেল  লিংক এভেলেবেল পয়েন্ট 1 পয়েন্ট 2, তো আপনাকে জাস্ট 2 নম্বর পয়েন্টের উপর ক্লিক করতে হবে। তাহলে আপনি সরাসরি বিটিভি চ্যানেল টি দেখতে পাবেন। এবং আমরা তো সবাই জানি বি টিভি চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচার করা হয় এবং যে টাইমে লাইভ খেলা হয় সেই টাইমে আপনি বিটিভি অন করলেই লাইভ খেলা উপভোগ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে সময় টিভি, এসএ টিভি, বৈশাখী টিভি, দীপ্ত টিভি, সহ বাংলাদেশের প্রায় সকল টিভি চ্যানেল এখানে পেয়ে যাবেন। সুতরাং শুধু লাইভ খেলা নয় পাশাপাশি আপনি অন্যান্য চ্যানেলও এখান থেকে উপভোগ করতে পারবেন। এবং এটি 100% কনফার্ম কাজ করবে। আমি নিজেও এই অ্যাপস ব্যবহার করে লাইভ খেলা উপভোগ করি। সাথে অন্যান্য নিউজ চ্যানেল উপভোগ করি। আপনাদের সুবিধার্থে আমি একটি ছোট ভিডিও আপলোড করছি। যেখানে এই অ্যাপসটি কিভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত দেয়া থাকবে।

 


 
আরো পড়ুন কলমি শাকের উপকারিতা ও অপকারিতা

আশা করি আপনারা অ্যাপসটি সম্পর্কে জানতে পেরেছেন। এবং এটি ইনস্টল করে ঠিকঠাক কাজ করতে পারলে অবশ্যই বিশ্বকাপ ফুটবল লাইভ খেলা উপভোগ করতে পারবেন। বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এটি শেয়ার করে অন্য ফুটবল প্রেমিকদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে।


Post a Comment

Previous Post Next Post