মোবাইল দিয়ে প্র্যাকটিস করুন কম্পিউটার কিবোর্ডে বাংলা টাইপিং btwontyone.xyz

 

মোবাইলে টাইপিং, কম্পিউটার কিবোর্ড বাংলা টাইপিং, মোবাইলে কিবোর্ড ব্যবহার


কম্পিউটার শেখার ক্ষেত্রে একটি প্রধান গুরুত্বপূর্ণ কাজ হলো কিবোর্ডে টাইপিং করা। কম্পিউটারের প্রায় প্রতিটা ক্ষেত্রেই এই টাইপিং এর দরকার পড়ে। তাই কম্পিউটার শেখার আগে অবশ্যই কি বোর্ডের বাংলা অথবা ইংরেজি টাইপিং করা ভালোভাবে শেখা দরকার ।তবে অনেকেই আছে কম্পিউটার বেশি দামি হওয়ার কারণে টাইপিং করার প্র্যাকটিস করতে পারেনা। আবার অনেকেই আছে কম্পিউটার কেনার পরে টাইপিং এ প্র্যাকটিস না থাকার কারণে কোন কাজ করতে পারে না। তো যারা কম্পিউটার না কিনেই কম্পিউটার কিবোর্ডে বাংলা অথবা ইংরেজি টাইপিং করতে চান অথবা টাইপিং এর প্র্যাকটিস করতে চান তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি। আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের মোবাইলে কিভাবে কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে বাংলা অথবা ইংরেজি টাইপ করতে পারেন সেই সম্পর্কে শেখাবো।


বাংলা ইংরেজি কিবোর্ড

সাধারণত এন্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের কিবোর্ড ইন্সটল করা থাকে।  যেমন রেডমি কিবোর্ড, জি বোর্ড, গুগোল ভয়েস টাইপিং সহ নতুন নতুন অনেক ধরনের কিবোর্ড প্লে স্টোরে পাওয়া যায়। তবে কম্পিউটার কিবোর্ড প্র্যাকটিস করার জন্য আমরা এসব কোন কীবোর্ড সফটওয়্যার ব্যবহার করব না। এসব কীবোর্ড সফটওয়্যার দিয়ে আমরা শুধুমাত্র মোবাইলের স্ক্রিনে টাচ করে বাংলা অথবা ইংরেজি লিখতে পারি। তবে এই সফটওয়্যার কিবোর্ড গুলো সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে কাজ করে থাকে। সুতরাং আমরা যদি এই কিবোর্ড গুলো ব্যবহার করি তবে কম্পিউটারের মতো কম্পিউটার কিবোর্ডের কাজ কখনো শিখতে পারবো না।


মোবাইল কিবোর্ড এর দাম কত?

কম্পিউটার কিবোর্ড দিয়ে টাইপিং করার জন্য আমাদের একটি কম্পিউটার কিবোর্ড এর প্রয়োজন হবে। যা আমরা বাজার থেকে ক্রয় করে নিতে পারি । বাজারে অনেক ধরনের কীবোর্ড কিনতে পাওয়া যায়। কম দামি বেশী দামে ব্লুটুথ সিস্টেম অথবা ইউএসবি সিস্টেমের আমরা যে কোন কীবোর্ড ব্যবহার করতে পারি। তবে নতুন যারা কম্পিউটারে বাংলা শিখবে অথবা বাংলা প্র্যাকটিস্ করবে তাদের জন্য এ ফোর টাচ (A4TECH) ব্রান্ডের কিবোর্ডটি একদম উপযুক্ত। কারন এই কিবোর্ডে বিজয় সেটাপ অর্থাৎ কিবোর্ডের প্রতিটা বাটনে বাংলা অক্ষর দেয়া থাকে। যে কারণে যারা কম্পিউটারে অথবা মোবাইলে বাংলা টাইপিং এর প্র্যাকটিস করবেন তাদের ক্ষেত্রে এটি খুবই সহজ হবে। তবে একবার প্র্যাকটিস করতে করতে সফল হয়ে গেলে তখন যেকোন কিবোর্ড ব্যবহার করে বাংলা অথবা ইংরেজি টাইপিং করতে পারবেন। মোটামুটি যে কোন ব্রান্ডের কিবোর্ড 400 থেকে 500 টাকার ভেতরে কিনে নেয়া সম্ভব। এর ভিতর আপনি ভালো মানের অনেক ব্র্যান্ডের কিবোর্ড পেয়ে যাবেন ।

(১) কিবোর্ড এর ছবি

আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটার কিবোর্ড এর একটি ছবি আপনাদের সাথে শেয়ার করছি। তবে আমি যে ব্রান্ডের কিবোর্ড শেয়ার করছি এটি না হলেও হবে। যে কোন ব্রান্ডের কিবোর্ড দিয়ে আপনি মোবাইলে বাংলা অথবা ইংরেজি টাইপিং করতে পারবেন। 



(২) মোবাইলে কিবোর্ড ব্যবহার

মোবাইলে বাংলা অথবা ইংরেজি টাইপিং করার জন্য কীবোর্ড ব্যবহার করতে হবে। এর জন্য আমরা যে ব্রান্ডের কিবোর্ড চয়েজ করব সেটি মোবাইলের সাথে কানেক্ট করতে হবে। মোবাইলে কিবোর্ড বিভিন্ন উপায়ে কানেক্ট করা যায়। যেসব কিবোর্ড ইউএসবি কেবল থাকে সেগুলো ওটিজি ক্যাবলের মাধ্যমে কানেক্ট করা যেতে পারে। আবার যেসব কিবোর্ড ব্লুটুথ সিস্টেম এর সেসব কিবোর্ড গুলো ব্লুটুথ অপশন চালু করে ব্লুটুথ এর মাধ্যমে কানেকশন দিতে হয়। তবে আপনি যে কিবোর্ডে কাজ করুন না কেন আপনার কাজ একই রকম হবে। শুধুমাত্র কানেকশন দেয়া সিস্টেম টা আলাদা। তো আমরা সবাই জানি ওটিজি দিয়ে কিভাবে মোবাইলে কানেক্ট দিতে হয়। এবং ব্লুটুথ সিস্টেম এর কিবোর্ড কিভাবে কানেক্ট করবেন। আর এটি যদি জানা না থাকে তবে ইউটিউব অথবা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। তবে এটি খুবই সহজ একটি কাজ। প্রথমে কিবোর্ড এর ইউএসবি ক্যাবলটা ওটিজি ক্যাবলের সাথে কানেট করে নিন ।এবং তারপর ওটিজি ক্যাবলটা ফোনের সাথে কানেক্ট করে নিন। আর যদি ব্লুটুথ কিবোর্ড হয়ে থাকে তাহলে ফোনের ব্লুটুথ চালু করে সার্চ অপশনে টাচ করুন। কিবোর্ড যদি অন করা থাকে তাহলে মোবাইলের স্ক্রিনে কি বোর্ডের নাম দেখতে পাওয়া যাবে। নামের উপর ক্লিক করলে এটি কানেক্ট হয়ে যাবে।

 

আরো পড়ুন লিভার ভালো রাখতে প্রতিদিন খাবেন যে খাবারগুলো

(৩) সহজ বাংলা কিবোর্ড

এবার যেটি করতে হবে তা হলো মোবাইলে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অর্থাৎ আমরা কম্পিউটারে বাংলা লেখার জন্য যেমন বিজয় সেটআপ করে নি ঠিক তেমনি প্লে স্টোর থেকে বিজয় কিবোর্ড নামে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। যে অ্যাপসে বাংলা ফ্রন্ট গুলো সেটাপ করা থাকে। অর্থাৎ আপনি যখন কিবোর্ডের বাটনগুলো প্রেস করবেন তখন মোবাইলের সেটআপ করা বিজয় কিবোর্ড সেই বাংলা ফ্রন্ট গুলো প্রদর্শন করবে। তো আপনাদের চেনার সুবিধার্থে আমি একটি বিজয় কিবোর্ড অ্যাপস এর ছবি শেয়ার করছি। গুগল প্লে স্টোরে আপনি সার্চ দিয়েও এই অ্যাপসটি পেয়ে যাবেন এবং এটি ইনস্টল করে নিন।

 


(৪) কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা লেখা

এবার যেটি করবেন তা হল আপনার মোবাইলে কোন একটা নোটপ্যাড অথবা এমন কোন একটা ডিভাইস অন করুন যেখানে আপনি লেখার কাজ করতে পারবেন। তবে মোবাইলে লেখার জন্য সবচেয়ে ভাল মাধ্যম হলো নোটপ্যাড। এটি যে কোন ফোনে ইনস্টল করা থাকে। তবে যদি ইন্সটল করা না থাকে তবে গুগল প্লে স্টোর থেকে এটি ইনস্টল করে নিতে পারেন। যেকোনো নোটপ্যাড হলেই হবে। গুগল প্লে স্টোরে বিভিন্ন আপডেট নোটপ্যাড পাওয়া যায়। খুশিমতো যেকোনো একটা নোটপ্যাড ইন্সটল করে এটি ওপেন করুন। এরপর একটা নতুন পেজ নিন। নতুন পেজ নেয়ার পর আপনার মোবাইলে নিচের ডান পাশে কিবোর্ড এর ছোট একটা ছবি (একটা কিবোর্ডে চিহ্ন) দেখতে পাবেন। সেখানে ক্লিক করে বিজয় কিবোর্ড অন করে দিন। অনেক সময় বিজয় কিবোর্ড অন করানো থাকে না। সে ক্ষেত্রে আপনি ফোনে সেটিং এ গিয়ে কিবোর্ড সেটিং এ গিয়ে বিজয় কিবোর্ড এর সুইচ অন করে দিতে পারেন। তাহলে এটি আপনার মোবাইলে কিবোর্ড এ শো করবে। অর্থাৎ যাদের মোবাইলে দুই থেকে তিনটি কিবোর্ড ইন্সটল করা থাকে তারা যেমন যখন যেটা প্রয়োজন তখন সেই কিবোর্ড অন করে নেয়। ঠিক সেভাবে আপনিও বিজয় কিবোর্ড সিলেক্ট করে নিন। মোবাইলের স্ক্রিনে আসা বিজয় কিবোর্ড এর একটি ছবি চলে আসবে। তারপর কীবোর্ডের উপরে বাম পাশে দেখবেন বাংলা অক্ষর এ বিজয় লেখা । জাস্ট বিজয়  লেখার উপর ক্লিক করুন। আপনার কাজ শেষ। এখন আপনি আপনার কম্পিউটার কিবোর্ড এ বাটনে প্রেস করলেই বাংলা টাইপিং হতে শুরু করবে। এভাবে একদম সেম কম্পিউটার এর মত মোবাইলেও বাংলা টাইপিং করতে পারবেন। এবং পুনরায় আবার বিজয় কিবোর্ডে যেখানে বাংলা লেখা ছিল ওখানে ENG লেখা থাকবে ওখানে ক্লিক করলে আপনার টাইপিং ইংলিশে হতে শুরু করবে। অর্থাৎ আপনার কম্পিউটার কিবোর্ড A বাটন এর উপর প্রেস করলে A উঠবে। এভাবে আপনি আপনার মোবাইলে বাংলা অথবা ইংরেজি টাইপিং করতে পারেন খুব সহজেই। এর জন্য আপনাকে কোন কম্পিউটার কেনার প্রয়োজন হবে না। এভাবে প্র্যাকটিস করে টাইপিং পুরোপুরি শিখে তারপর আপনি কম্পিউটার কিনতে পারেন ।


Disclimer

তো বন্ধুরা আশাকরি কিভাবে কম্পিউটার কিবোর্ড দিয়ে মোবাইলে বাংলা অথবা ইংরেজি টাইপিং করতে পারেন সে বিষয়ে জানতে পেরেছেন। লেখা টি কোথাও না বুঝে থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের যথাসাধ্য চেষ্টা করব সমস্যা সমাধান করে দেয়ার। এতক্ষন ধরে কষ্ট করে লেখা টি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী পোস্টে।


Post a Comment

Previous Post Next Post