মাত্র ৮১,৫০০ টাকায় ওয়ান প্লাস ১২ - Btwontyone

 মাত্র ৮১,৫০০ টাকায় ওয়ান প্লাস ১২ 




হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে দুর্দান্ত অফিসার নিয়ে একটি ফোন নিয়ে আসলাম যেটি আপনাদের ব্যবহার করে খুব আচ্ছন্নতা বোধ করবেন মোবাইল ফোনটি হল ওয়ান প্লাস টুয়েলভ  বাংলাদেশের মোবাইল ফোনটি অফিসিয়াল পাওয়া যাচ্ছে না কিন্তু আন অফিশিয়াল পাওয়া যাচ্ছে । মোবাইল ফোনটির ব্রান্ড হলো ওন প্লাস এবং মডেল হল ১২ টাইপ স্মার্টফোন এই মোবাইল ফোনটি রিলিজ হয়েছে ১১ ডিসেম্বর ২০২৩ সালে মোবাইল ফোনটিতে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে android os version থাকছে ১৪। মোবাইল ফোনটিতে হাই স্পিড এর প্রসেসর দেওয়া হয়েছে যে অনেক শক্তিশালী । ওয়ানপ্লাস 12 মোবাইল ফোনটিতে চিপসের হিসেবে থাকছে সেনাপ ড্রাগন এইট থ্রী জেন । বর্তমানে বাংলাদেশে অনেক দামি দামি মোবাইল ইউজ করছে এবং খুব বেশি বিক্রি হচ্ছে এই মোবাইল গুলো আর ওয়ান প্লাস মোবাইল গুলো বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় একটি মোবাইল ফোন কিছুদিন আগে এই ওয়ানপ্লাস মোবাইল ফোনটিতে একটি খুব বড় ধরনের সমস্যা দেখা দিয়েছিল সেটি হল ডিসপ্লের উপরে একটি একটি করে গ্রীন দাগ পড়ে যায় এখন সে সমস্যার সমাধান হয়ে গেছে আর যে মোবাইল ফোন গুলোতে গ্রীন চিহ্ন পড়ে গেছিল সে মোবাইল গুলো এখন কোম্পানি বলেছে বিনা পয়সায় এই মোবাইল গুলো ঠিক করে দেওয়া হবে ওয়ান প্লাস মোবাইল ফোনটির প্রাইস বাংলাদেশের ৮১ হাজার টাকা । 


ওয়ান প্লাস ১২ ডিসপ্লে রিভিউ 

ডিসপ্লে টাইপ হিসেবে থাকতেছে এমুলেট ডিসপ্লে এবং এই মোবাইল ফোনটির স্কিন সাইজ হলো ৬.৮২ ইঞ্চি এবং রেজুলেশন হল ১৪৪০ থেকে ৩১ শত 68 পিক্সেল মোবাইল ফোনটের পিক্সেল ডেনসিটি হল ৫১০ পিপিআই এবং স্কিন প্রটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস সবথেকে বড় একটা জিনিস এটি দেখতে হয় মোবাইল ফোনের যে এটির টাচ স্ক্রিন টা কেমন মাল্টিটাচিস কিং না অন্য কোন সিস্টেম সাপোর্টেড রয়েছে যার কারণে আপনি একসাথে অনেক ভাবে টাচ করতে পারেন এবং অনেকগুলো আঙ্গুল দিয়ে একসাথে টাচ করলে কোন ধরনের কোন সমস্যা হবে না একসাথে সবগুলোতেই কাজ করবে আর মাল্টি টাচস্ক্রিন সাপোর্টেড থাকলে আপনি গেম খেলে অনেক ইনজয় করতে পারবেন ব্রাইটনেস হল ৬০০ নিড এখন আসা যাক মোবাইল ফোনটির রিফ্রেস রেট কত এবং কত হলে খুব ভালো হয় এই মোবাইল ফোনের রিফ্রেশ রেট হল ১২০ হারস যেটি অনেক হাই স্পিড রিফ্রেশের।


প্রাইমারি কেমেরা ওয়ানপ্লাস 12 

ক্যামেরা সেটআপ প্রথমেই বলা যাক ক্যামেরা সেটআপ হিসেবে থাকছে ত্রিফল ক্যামেরা মানে পিছনে তিনটি ক্যামেরা যার একটি হলো ৫০ মেগাপিক্সেল এবং দ্বিতীয় টি হল ৪৮ মেগাপিক্সেল এবং তৃতীয়টি হল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ক্যামেরা গুলো রেগুলেশন খুবই দুর্দান্ত চমৎকার দেখলে মনে হয় যেন জীবন্ত ছবি ক্লিক করতেছে ছবি তোলা হচ্ছে এবং ক্যামেরাটির ইমেজ রেগুলেশন ৮১৫০ বাই ৬১৫০  অনেক বড় সাইজের পিকচার কোয়ালিটি যেখানে চুম হলো ডিজিটাল জুম আপনি এর ক্যামেরা দ্বারা ডাইনামিক এইচডিআর ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরার কিছু ফিচার রয়েছে যেমন অটো  প্লাস  ফেস ডিটেকশন ফেস টু ফেস ষাট এফপিএস ভিডিও রেকর্ডিং তো থাকছেই


সেলফি ক্যামেরা ওয়ান প্লাস ১২  রিভিউ

ক্যামেরা সেটআপ সেখানে মাত্র একটি ক্যামেরা রয়েছে সামনে ক্যামেরা খুব বেশি দরকার হয় না একটা ক্যামেরা ভালো ভাবে থাকলেই চলে ক্যামেরাটি হল ৩২ মেগাপিক্সেল এর ক্যামেরা কিন্তু ছবি এর কোয়ালিটি অনেক দুর্দান্ত থাকে অনেক সুন্দর ছবি তুলতে সক্ষম প্রাইমারি ক্যামেরার সেন্সর আর এস কিন্তু একটা কথা না বললে নয় এই ক্যামেরা মোবাইল ফোনটিতে সামনে কিন্তু কোন ফ্ল্যাশ লাইট নাই যেখানে আপনি শুধুমাত্র ডিসপ্লে এর ফ্ল্যাশ লাইট দিয়ে ছবি তুলতে পারবেন এবং ভিডিও করতে পারবেন।  ভিডিও রেকর্ডিং হিসেবে এফপিএস ৩০ তো থাকছে যেটা দিয়ে আপনি সুন্দর পিকচার ধারণ করতে পারবেন এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। 


ডিজাইন এবং ওজন ওয়ান প্লাস ১২ 

মোবাইল ফোনটিতে ওজন থাকছে খুব বেশি নয় মাত্র ২২০ গ্রাম এবং ডিজাইন বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন কালার রয়েছে যেমন এর মধ্যে আপনি সর্বপ্রথম পাবেন সিলভার কালার দ্বিতীয়ত হচ্ছে ব্ল্যাক কালার তৃতীয় স্কাই ব্লাক এবং সব থেকে একটি সুব্যবস্থা রয়েছে সেটি হলো ওয়াটার প্রুফ মোবাইল ফোনটি হবার কারণে কোন পানি ভিতরে প্রবেশ করতে পারবে না আপনি যদি কোন কারনে পানিতে পড়ে যান আর আপনার কাছে মোবাইল ফোনটি থাকে তাহলে মোবাইল ফোনের কোন ধরনের কোন সমস্যা হবে না কারণ মোবাইল ফোনটি ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এর ভিতর পানি পরিবেশ করতে পারবে না। 


ব্যাটারী হেলথ ওয়ান প্লাস ১২ এর রিভিউ 

ব্যাটারি টাইপ হিসেবে থাকছে মিডিয়াম পলিমার ব্যাটারি যার ক্যাপাসিটি হল পাঁচ হাজার চারশো এম এ এইচ এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড যেখানে আপনি ব্যাটারিতে কুইক চার্জিং করতে পারবেন ১০০ ওয়ার্ড এর চার্জার দ্বারা যেখানে ১০০% চার্জ হতে আপনার মোবাইল ফোনটিতে মাত্র ২৬ মিনিট সময় লাগবে মাত্র ২৬ মিনিটে আপনি ১০০% চার্জ করতে পারবেন আপনার মোবাইল ফোনটিতে এই মোবাইল ফোনটি অনেক দুর্দান্ত হয়েছে আমার মনে হচ্ছে কারণ এত কম সময়ের মধ্যে এত দ্রুত চার্জ উঠে এমন পাওয়া যায় না মোবাইল। 

স্টোরেজ বা মেমরি ওয়ান প্লাস ১২ 

ইন্টারনাল স্টোরেজ হিসেবে থাকতেছে ২৫৬ জিবি এর সাথে আপনি ইউএসবি ওটিজি সাপোর্টেড পাবেন  রেম  থাকতেছে ১২gb এবং রেম টাইপ হলো এলপিডিআর ফাইভ এক্স অনেক শক্তিশালী একটা রেম।  এত বেশি স্টোরেজ থাকার কারণে মোবাইল ফোনটিতে আলাদা ধরনের কোনরকম কোন সোলার রাখা হয় নাই যে একটা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এর জন্য আপনি ব্যবহার করতে পারেন পেনড্রাইভ সেটি হল একটি ওটিজি এর মাধ্যমে আপনি মোবাইল ফোনটি দিয়ে পেনড্রাইভ হার্ডডিক্স বিভিন্ন ধরনের মেমোরি ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার মোবাইল ফোনটির মধ্যে কোন মেমোরি একবারে সেট করে রাখতে পারবেন না। মোবাইল ফোনটিতে আপনি নেটওয়ার্কিং সুবিধা হিসেবে পাচ্ছেন 2g 3g 4g এবং 5g supported যেখানে 5g এখনো পর্যন্ত অ্যাভেলেবেল হয় নাই তাই মোবাইল ফোনটিতে দিয়ে রাখছেন যদি কখনো বাংলাদেশ ফাইভ চালু হয় তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে মোবাইল ফোনটিতে ব্লুটুথ হিসেবে থাকছে ভি ৫ পয়েন্ট ৪ এবং ওয়াইফাই সেন্টার তো থাকতে ওয়াইফাই সেভেন আর একটা জিনিস বিশেষ হলো এটি হচ্ছে এনএফসি সাপোর্ট আছে কিনা এটা ভালো করে দেখা কারণ বর্তমানে এই সময়টা এসে এনএফসি থাকাটা খুবই জরুরী।

সিকিউরিটি ও সেন্সর এবং মাল্টিমিডিয়া এর রিভিউ ওয়ানপ্লাস ১২

সেন্সর লক হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট যেটা ওয়ান ডিসপ্লে এবং পেজ আনলক তো থাকতেই এর সাথে আরেকটি সিস্টেম যোগ হলো সেটি হল লাইড সেনসর যার বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেমন যায় রাইস খুব যেমন কাজ করে ওইভাবেই ফেস আনলক এর সুবিধাটা তো আপনি পাচ্ছেনই এর সাথে মাল্টিমিডিয়া হিসেবে থাকতেছে লাউড স্পীকার সিস্টেম সবথেকে বড় আরেকটি কথা সেটি হল মোবাইল ফোনটিতে হেডফোন এর জ্যাক রয়েছে কিন্তু এটা একটি অন্যরকম এটা কেমন ইউএসবি সি এটি হলো অডিও জ্যাক এই মোবাইল ফোনটিতে আপনি ফোরকে রেগুলেশনের ভিডিও রেকর্ডিং করতে পারবেন সব থেকে হাই কোয়ালিটি মোবাইল ফোনটি তৈরি হয়েছে বাংলাদেশ


 ওয়ান প্লাস 12  প্রাইস ইন বাংলাদেশ


৮১,৫০০৳



Post a Comment

Previous Post Next Post