Xiaomi redmi note 13 pro 5g: ফুল স্যাটিসফেকশন: শাওমি রেডমি নোট ১৩ প্রো 5জি

 Xiaomi redmi note 13 pro 5g: ফুল স্যাটিসফেকশন: শাওমি রেডমি নোট ১৩ প্রো 5জি



শাওমি ব্র্যান্ডের এই ফোনটি ২০২৩ সালের সেপ্টেম্বরের ২১ তারিখে লঞ্চ হয় এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ওএস ভার্সন হিসেবে রয়েছে ভি ১৩ হাইপার অয়েস চিপসেট Snap ড্রাগন সেভেন এস জেনারেশন ২ । সিপিইউতে রয়েছে অক্টোবর ২.৪ গিগাহার্জ এবং সিপিইউর কোর্স সংখ্যা রয়েছে আট এই মোবাইল ফোনটি ৬৪ বিটের । 


ডিসপ্লে 


শাওমি ব্র্যান্ডের প্রত্যেকটা ফোনে প্রায় দেখা যায় সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া থাকে কিন্তু এখানে ডিসপ্লে টাইপ হিসেবে শুধুমাত্র এমুলেট ডিসপ্লে দিয়েছে এটি কেন দিল আসলে বুঝতে পারলাম না কিন্তু সুপার এমোলেড ডিসপ্লে দিলে খুব বেশি একটা প্রবলেম হইতো না আরো ভালো হতো শাওমি এদিক দিয়ে একটু সস্তা করে ফেলল এই মোবাইল ফোনের স্কিন সাইজ হলো ৬.৬৮ ইঞ্চি এখানে ডিসপ্লে রেগুলেশন হিসেবে থাকছে ১২২০ ইনটু ২৭১২ পিক্সেল। শাওমি রেডমি নোট ১৩ প্রো ফাইভ জি মোবাইল ফোনটিতে প্রটেকশন হিসেবে থাকছে স্ক্রীন প্রটেকশন কর্নিং গোরিলা গ্লাস টাস স্কিন মাটি টাশি স্ক্রিন সাপোর্টেড এবং ব্রাইটনেস 500 nice refrested থাকছে 120 হার্স। 


ক্যামেরা ফর প্রাইমারী 


ক্যামেরা সেটআপ ত্রিফল ক্যামেরা এখানে প্রথম ক্যামেরা তে রয়েছে 200 মেগাপিক্সেল দ্বিতীয় ক্যামেরা তে রয়েছে আট মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরা তে রয়েছে দুই মেগাপিক্সেল আর টাওয়ার্ড অ্যাঙ্গেল ক্যামেরা ক্যামেরাতে ফ্লাশ লাইট হিসেবে রয়েছে ডুয়েল কালার এলইডি ফ্ল্যাশ লাইট এবং ইমেজ কোয়ালিটি রেগুলেশন ১৬ হাজার ৩০০ গুণ ১২৩০০ ফিক্সজেল এবং জুম রয়েছে টেন এক্স ডিজিটাল জুম শুটিং মডেল এইচডিআর ডাইনামিক মডেল বিউটিফুল ম্যাক্রো মডো রয়েছে মোবাইল ফোনটিতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে ভিডিও রেকর্ডিং  ৬০  এফপিএস এ। এখন চলে আসলাম মেইন ফোকাস যেখানে সেখানে মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা যদি কোন মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা সুন্দর না হয় তাহলে মানুষ মোবাইল ফোনটি ব্যবহার করতে চায় না এখন কার সময় সবাই চাই যে আমার মোবাইল ফোনটির সেলফি ক্যামেরা অনেক সুন্দর হোক এজন্য শাওমি এই মোবাইল ফোনটিতে দুর্দান্ত সেলফি ক্যামেরা নিয়ে এসেছে এখানে সেলফি ক্যামেরা সেটাপ হলো সিঙ্গেল যেখানে রেগুলেশন থাকছে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এটা ৩০  এফপিএস ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4k  এবং যখন আপনি ছবি তুলবেন তখন আপনার ছবিটিকে এআইজ এর মাধ্যমে আরও দুর্দান্ত সুন্দর করে তুলবে বিভিন্ন রকম কালার রয়েছে যেখানে আপনি মন মতো করে এডিট করে নিতে পারবেন আপনার ছবিটি এবং সামনের ক্যামেরা দিয়ে যখন ছবি তুলবেন তখন ক্লিক করা মাত্রই আপনার ছবিটিকে অটোমেটিক এডিট করে দিবে এই ক্যামেরাটি। 


ডিজাইন 


এই মোবাইল ফোনটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে সকল ধরনের মানুষ এই মোবাইল ফোনটি ব্যবহার করতে পারবে এবং খুব পাতলা স্লিম মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটির ওজন মাত্র ১২৭ গ্রাম অন্যান্য মোবাইল ফোনের থেকে অনেক স্লিম এই মোবাইল ফোনটি এই মোবাইল ফোনটি আপনি বিভিন্ন কালারের পেয়ে যাবেন এর মধ্যে যেমন রয়েছে কালো কালার সাদা কালার আরও বিভিন্ন কালারের আপনি মোবাইল ফোনটি পাবেন এই মোবাইল ফোনটিতে একটি দুর্দান্ত সুবিধা রয়েছে যে মোবাইল ফোনটি ওয়াটার প্রুফ আপনিতেও এই মোবাইল ফোনটি পরলে কোন সমস্যা হবে না কারণ মোবাইল ফোনটি সম্পূর্ণ ওয়াটার গ্রুপ আপনি কোন কারণে যদি মোবাইল ফোনটি পানিতে পড়ে যায় তাহলে কোন ধরনের কোন সমস্যা হবে নাথিয়াম পলিমার ব্যাটারি যার ক্যাপাসিটি হল ৫১০০ এম্পিয়ার এখানে আরেকটি সুবিধা রয়েছে এটি কুইক  চার্জিং সিস্টেম রয়েছে যেখানে আপনি ৬৭ ওয়ার্ডের একটি চার্জার পেয়ে যাবেন চার্জিং সিস্টেম ৬৭ ওয়ার্ড আপনি এই মোবাইল ফোনটিতে মাত্র ১৫ মিনিটে ৫১% চার্জ তুলতে পারবেন যেটি অন্যান্য মোবাইল ফোনের তুলনায় অনেক ভালো বেশি সময় চার্জিং করা লাগে না মোবাইল ফোনটি অনেক ভালো পারফরমেন্স দেখিয়েছে । Usbহিসেবে রয়েছে টাইপ সি যেখানে আপনার ওটিজি ২.০ ক্যাপাসিটি । 


মেমোরি এসটোরেজ ও Ram 


ইন্টারনাল স্টোরিস হিসেবে থাকছে ১২৮ জিবি যেখানে ইউএসবি ওটিজি সাপোর্ট করে এবং রেম 8gb ‍্যাম টাইপ হচ্ছে এলপিডিআর ফর এক্স  মোবাইল ফোনটির  নেটওয়ার্ক কানেকশন 2g 3g 4g এবং 5 জি সাপোর্ট রয়েছে সিনারি হিসেবে রয়েছে দুইটি সিম সুলট যেখানে দুটোই ন্যানো সিম সাপোর্ট করবে এবং সিম স্লট নাম্বার ওয়ানে আপনি এই সিম ব্যবহার করতে পারবেন এই সিমের সুযোগ সুবিধা রয়েছে এই মোবাইল ফোনটিতে এবং বিওএলটিই এটি সাপোর্ট করবে স্পিড হিসেবে থাকছে 5g । এখানে একটি অসুবিধা রয়েছে সেটি হল ওয়াইফাই এর স্পিড ওয়াইফাই ফাইভ যেখানে সিক্স থাকলে ভালো হতো এবং bluetooth হিসেবে রয়েছে ভি ৫.২ কিন্তু এখানে আরেকটা ভালো পয়েন্ট রয়েছে সেটি হলো এনএফসি সাপোর্ট করে আপনি যে কোন জায়গা থেকে এনএফসির মাধ্যমে ব্যাংকের পেমেন্ট যেকোনো পেমেন্ট করতে পারবেন কোনরকম কার্ড ছাড়াই এবং এনএফসি এর মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইলে খুব সহজে ডাটা ট্রান্সফার করা সম্ভব আপনি চাইলে খুব সহজে মাত্র এক ক্লিকে আপনি এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করতে পারবেন শুধুমাত্র দুটি মোবাইল ফোন পাশাপাশি রেখে । 


সিকিউরিটি এন্ড সেন্সর

 এখন বলা যাক এই মোবাইল ফোনটি শাওমি রেডমি নোট ১৩ প্রো ফাইভ জি এই মোবাইল ফোনটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে লাইট সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা কাজ করবে মোবাইল ফন্টের ইন ডিসপ্লেতে কারণ এই মোবাইলটির সৌন্দর্য বাড়ানোর জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দেওয়া হয়েছে মোবাইল ফোনটি ডিসপ্লে তে এবং এই মোবাইল ফোনটির ফিঙ্গার সেন্সর টাইপ হলো  অপটিক্যাল আর সব থেকে বড় বিষয়টি হলো এখানে ফেস আনলক সিস্টেম রয়েছে এবং  ফেস আনলক সেন্সরটি অনেক দ্রুত কাজ করে যেখানে অল্প আলোতেও এই সেন্সর টি কাজ করে মাল্টিমিডিয়া হিসেবে রয়েছে লাউড স্পিকার সিস্টেম এবং যেখানে একটি অডিও চেক রয়েছে 3.5 এমএম ভিডিও রেকর্ডিং সিস্টেম রয়েছে ফোরকে এই ফোনটি হলো মেড ইন চায়না ।


২০২৩ সালে রিলিজ কৃত এই ফোনটি শাওমি রেডমি নোট ১৩ প্রো ফাইভ জি বাংলাদেশ প্রাইস  আন অফিশিয়াল 31 হাজার টাকা এই বেরিয়ানটা ৮  জিবি রেম ও রম ১২৮ জিবি । বাংলাদেশ প্রাইস ৩১ হাজার টাকা মাত্র  আপনারা যদি এই ফোনটি কিনতে চান তাহলে আমার নিচের দেওয়া লিংকে ক্লিক করে আপনি ফোনটি কিনতে পারেন বা কম দামে এই ফোনটি কিনতে যদি চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের স্বল্প দামে মোবাইল ফোনটি দিতে পারব ধন্যবাদ ।



Post a Comment

Previous Post Next Post