হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে যেটা আপনাদের ফ্রেন্ডলি ও দুর্দান্ত পারফরম্যান্স এই ফোনটিতে কম দামে এত ভালো মোবাইল কিভাবে সম্ভব হবে Xiaomi ব্র্যান্ডের মোবাইল ফোন গুলোই এমন দুর্দান্ত পারফরম্যান্স যা অন্য কোন ব্রান্ডের পাওয়া সম্ভব নয়। শাওমি রেডমি 13c অফিসিয়াল প্রাইস ইন বাংলাদেশ মাত্র ১৩,৯৯৯ টাকা । শাওমি ব্র্যান্ডের এই মোবাইল ফোনটি ২০২৩ সালে নভেম্বর মাসে ১০ তারিখ রিলিজ হয় এই মোবাইল ফোন দিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে এন্ড্রয়েড ভার্সন ১৩ এবং ইউজার ইন্টারফেস এম আই ইউ ওয়াই । মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক জি৮৫ সি পি ইউ হিসেবে রয়েছে অক্টোবর 2.0 গিগাহার্জ । সিপিইউকর সংখ্যা ৮ এবং ৬৪ বিটের মোবাইল ফোনটিতে জিপিও হিসেবে রয়েছে ৫২ জি ।
ডিসপ্লে পারফরম্যান্স
আইপিএস এলসিডি ডিসপ্লে মোবাইল ফোনটির স্কিনের ইঞ্চি হল ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে এই ডিসপ্লে রেগুলেশন হিসেবে থাকছে ৭২০ গুণ ১৬০০ এক্সেল পিক্সেল ডেন্সিটি হিসেবে থাকছে ২৬০ পিপিআই। কিন্তু বডি রেশিও হিসেবে পাচ্ছেন ৮৩.৭% এখন বলা যাক সিকিউরিটির জন্য স্ক্রিন প্রটেকশন হিসেবে রয়েছে কর্নিং করে গ্লাস থ্রিডি এখানে আপনি এই ফোনটি দ্বারা মাল্টিটাস স্ক্রিন হিসেবে ব্যবহার করতে পারবেন খুব ফ্রেন্ডলি ভাবে মাল্টি টাচস্ক্রিন । শাওমি রেডমি ১৩ সি মোবাইল ফোনটি ব্রাইটনেস ৪৫০ Nits এবং দুর্দান্ত রিফ্রেশ রেট ৯০ এইচ জেড নোস পাচুয়াল।
প্রাইমারি কেমেরা অর্থাৎ পিছনের ক্যামেরা
শাওমি রেডমি ১৩ সি দুর্দান্ত ক্যামেরা নিয়ে হাজির হয়েছে এই মোবাইল ফোনটি যেখানে পিছনে তিনটি ক্যামেরা রয়েছে এক একটি ক্যামেরা পুরোই আগুন যেমন প্রথম ক্যামেরাতে রয়েছে ৫০ মেগাপিক্সেল দ্বিতীয় ক্যামেরা তে রয়েছে দুই মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরাতে রয়েছে আট মেগাপিক্সেল এটা ম্যাক্রো ক্যামেরা রাত্রে ছবি তোলার জন্য থাকছে ফ্লাশ লাইটের সুবিধা এলইডি ফ্ল্যাশলাইট এবং এখানে আরেকটি কথা রয়েছে যেটি হল ছবির সাইজ যেটাকে আমরা বলি ইমেজ রেজুলেশন 8150 গুণ 6150 পিক্সেল এর সাথে ডিজিটাল জুম তো থাকছেই । বিভিন্ন ধরনের শুটিং মোড মুড চেঞ্জ করে করে আপনি পিকচার তুলতে পারবেন যেখানে অনেক ধরনের মুড রয়েছে হাইডাইনামিক রেঞ্জ মুড ফিল্ম ক্যামেরা ইত্যাদি এইচডিআর ক্যামেরা ক্যামেরার আরো কয়েকটা ধরনের বিচার রয়েছে যেমন ডিজিটাল জুম অটো ফ্লাশ ফেস ডিটেকশন টু ফোকাস ভয়েস শুটার এখানে ভিডিও রেকর্ডিং হিসেবে থাকছে ১৯২০ গুণ ১০৮০ পিক্সেল আর একটা মুডে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সেটি হল 1280 গুন 720 পিক্সেল যেটার ভিডিও কোয়ালিটি থাকবে এফপিএস ৩০।
ফ্রন্ট ক্যামেরা অর্থাৎ সামনের ক্যামেরা, সেলফি ক্যামেরা
ক্যামেরা সেটআপ সিঙ্গেল রেগুলেশন হিসেবে রয়েছে আট মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ফ্ল্যাশ লাইট নাই সামনে কিন্তু স্কিন প্লাস লাইট রয়েছে ভিডিও রেকর্ডিং ১৯২০ গুণ ১০৮০ পিক্সেল ৩০ fps. শাওমি রেডমি ১৩ সি বাংলাদেশ প্রাইস ১৩,৯৯৯ টাকা ।
শাওমি রেডমি ১৩ সি ডিজাইন
এই মোবাইল ফোনটির হাইট ১৬৮ মিলিমিটার ওয়েট ৭৮ মিলিমিটার এবং এই মোবাইল ফোনটির ওজন ১৯২ গ্রাম মাত্র এই মোবাইল ফোনটি আপনি বাজারে বিভিন্ন কালারের পেয়ে যাবেন আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হল এই মোবাইল ফোনটির ব্রেড প্লাস্টিকের তৈরি এবং কালার হিসেবে থাকছে সবুজ এবং কালো কিন্তু আর একটা সুবিধা আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন যা অন্যান্য এর থেকে আরও অনেক বেশি দামি মোবাইল ফোনটিতে পাওয়া যায় না সেটা আপনি মাত্র ১৩৯৯৯ টাকার মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন সেটি হচ্ছে এই মোবাইল ফোনটি হলো ওয়াটার প্রুফ পানিতে পড়লেও মোবাইল ফোনটি কিছু হবে না কোন ধরনের কোন সমস্যা হবে না এই মোবাইল ফোন দিতে এদিক দিয়ে শাওমি কোম্পানি এই মোবাইল ফোনটি তৈরি করেছে অনেক সস্তা দামে।
শাওমি রেডমি ১৩ সি ব্যাটারি পারফরমেন্স
মোবাইল ফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার ব্যাটারি যার ক্যাপাসিটি রয়েছে ৫০০০ এম্পিয়ার। চার্জিং সিস্টেমে হিসেবে রয়েছে সুপার ফাস্ট চার্জিং ১৮ ওয়ার্ডের চার্জার এর সংযুক্তে খুব অল্প সময়ের মধ্যে মোবাইল ফোনটিতে ফুল চার্জ করে নেওয়া সম্ভব হবে ইউজবি টাইপ সি হিসেবে রয়েছে ২.০।
শাওমি রেডমি ১৩ সি ইন্টারনাল ও এক্সটার্নাল মেমরি
ফোন মেমোরি হিসেবে থাকছে ১২৮ জিবি এবং রেম হিসেবে রয়েছে 4gb যেখানে ram টাইপ এলপিডিডিআর ফোর এক্স।
কানেক্টিভিটি আর নেটওয়ার্ক
মোবাইল ফোনটিতে নেটওয়ার্ক হিসেবে থাকছে ২জি ৩জি ৪জি সাপোর্ট এখানে ৫ জি সাপোর্টেড ৯ এ মোবাইল ফোনটিতে সিমসুলেট হিসেবে রয়েছে ন্যানো সিম দুটোই স্পিড সিস্টেম ওয়াইফাই ফাইভ ডি গার্ল ব্লুটুথ ৫.৩ মোবাইল ফোনটিতে সবকিছু থাকা সত্ত্বেও আরো একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে এন এফ সি সাপোর্ট আমরা খুব ভালোভাবে জানি যে nfc আসলে কি এর কাজ কি এটি কিভাবে কাজ করে এনএফসি থাকার বিশেষত্ব কি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব কিন্তু এখন প্রায় খুব কম বেশি মানুষই জানে যে এনএফসি টা আসলে কি এনএফসি দিয়ে সহজে ট্রান্সফার করা যায় এবং যেকোনো জায়গায় পেমেন্ট করা যায় খুব সহজে অন্য কোন একদিন এর বিস্তারিত আলোচনা করব কোন এক পোস্টে । মোবাইল ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটি সাইড মাউন্ট এবং ফেস আনলক সুবিধা। মোবাইল ফোনটিতে এফএম এর সুবিধা ও থাকছে যেটা দ্বারা আপনি এফএম রেডিওতে গান শুনতে পারবেন বিভিন্ন ধরনের চ্যানেল শুনতে পারবেন এবং লাউড স্পিকার হিসেবে রয়েছে অডিও জ্যাক ৩.৫ এমএম মোবাইল ফোনটি তৈরিকৃত স্থান হল চায়না ।