হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি মোবাইল ফোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে মোবাইল ফোনটি রিলিজ হয়েছে খুব বেশিদিন হয় নাই তাতে বাজারে অনেক সারা ফেলে দিয়েছে । আজকে আমি আপনাদের মাঝে যে মোবাইলটি নিয়ে আলোচনা করব সে মোবাইলটি হলো রিয়েল মি জিটি সিক্সটি । এই মোবাইল ফোনটি বাজারে এসেছে খুব বেশিদিন হয় নাই এই ডিভাইসের টাইপ হচ্ছে স্মার্টফোন এই স্মার্টফোনটি রিলিজ হয়েছে ২৮ শে মে ২০২৪ । এই প্রকৃত মোবাইল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড ওএস ভার্সন হিসেবে আছে v14 মোবাইল ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন প্লাস gen 3 । সিপিইউ হিসেবে রয়েছে অক্টা কোড ২.৮ গিগাহার্জ এবং সিপিইউর কোর সংখ্যা ৮ এই মোবাইল ফোনটি ৫৪ বিট এর জিপিউ হচ্ছে ৭৩২। এখন কথা বলা যাক মোবাইল ফোনটির ডিসপ্লে নিয়ে মোবাইল ফোনটিতে ডিসপ্লে টাইপ হিসেবে রয়েছে এলটিপিও এমুলেট স্কিন সাইজ ৬.৭৮ ইঞ্চি এবং রেগুলেশন হিসেবে রয়েছে 1264 গুণ ২৭৮০পি এক্স এফ এইচডি প্লাস পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে ৪৫০ পি পি আই এই মোবাইল ফোনটির স্কিন টু বডি রেশিও 91.22% ।এই ফোনটিতে রিয়েল মি জি টি সিক্সটি এই মোবাইল ফোনটিতে স্ক্রিন প্রটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস টু এই মোবাইল ফোনটির ব্রাইটনেস ৬০০০ নিউজ রিফ্রেশ রেট ১২০ হার্জ ।
মোবাইল ফোনটির প্রাইমারি ক্যামেরা
সেটাপ হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা এই ক্যামেরার রেজুলেশন হল ৫০ মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল। Realme gt 6t মোবাইল ফোনটির ইমেজ রেগুলেশন যেটা আমরা বুঝি পিকচার কোয়ালিটি ৮১৫০ ইনটু ৬১৫০ পিক্সেল যেটা দিয়ে ছবি খুব স্মার্ট ভাবে তোলা যাবে এবং ছবির সাইজটি অনেক বড় মোবাইল ফোনটিতে জুম ক্যামেরায় হিসেবে রয়েছে ডিটেকশন হিসেবে আপনি রেকর্ড করতে পারবেন ৩৮০৪০ গুণ ২১৬০ ভিডিও এফপিএস হল শার্ট এফপিএস।
সেলফি ক্যামেরা
ক্যামেরা সেটআপ সিঙ্গেল রেগুলেশন হিসেবে থাকলে ৩২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোর কে ভিডিও এপিএস হবে ৩০ এ পি এস।
ব্যাটারি
ব্যাটারি টাইপ হিসেবে রয়েছে লথিয়াম এল ওয়েন এবং ব্যাটারির ক্যাপাসিটি ৫৫০০ এম্পিয়ার এবং কুইক চার্জিং হিসেবে রয়েছে সুপার চার্জার ১২০ ওয়ার্ড ৫০% চার্জ করতে পারবেন মাত্র দশ মিনিটে সুপার ফাস্ট চার্জ আপনি 10 মিনিটের মধ্যে আপনার মোবাইলটির ৫০% চার্জ তুলতে পারবেন এবং আট দশ থেকে পনের মিনিট এর মধ্যে আপনি ১০০% চার্জ করে ফেলতে পারবেন মাত্র ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এই মোবাইল ফোনটির ইউএসবি টাইপ সি ২.০।
মেমোরি
মোবাইল ফোনটিতে মেমোরি হিসেবে থাকছে ইন্টারনাল স্টোরেজ 256gb এবং স্টোরিস টাইপ ইউএফএস ৪.০ ইউএসবি ওটিজি সাপোর্টও থাকছেই এবং রাম হিসেবে থাকছে ৮ জিবি রেম টাইপ হচ্ছে এলপিডিআর ৫ এক্স এখন বলা যাক এই মেমোরি হিসেবে আর বেশি মেমোরি বা স্টোরেজের প্রয়োজন হয় না কারণ এটিতে যে ফার্স্ট হবে মোবাইল ফোনটি আপনারা ব্যবহার করে অনেক স্মুথলি ব্যবহার করতে পারবেন কোন ধরনের কোন সমস্যা হবার কথা না এখন আমরা আলোচনা করব মোবাইল ফোনটির নেটওয়ার্কিং ব্যবস্থা কেমন এটা জানার চেষ্টা করব।
নেটওয়ার্ক এন্ড কানেক্টিভিটি
নেটওয়ার্ক হিসেবে থাকছে টুজি থ্রিজি ফোরজি ৫জি সাপোর্টেড এই মোবাইল ফোনটিতে সিম স্লট থাকছে দুইটা সিম যেই সিম দুটির সাইজ হবে ১ নাম্বার সিম হলো ন্যানো এবং ২ নাম্বার সিম ও ন্যানো ।এখানে আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন সুপার স্পিড সিক্স ই যেটি আপনার 5g সাপোর্ট করবে এবং ৬ গিগা হার্টস ব্লুটুথ হিসেবে ব্যবহার করতে পারবেন v5.4 এবং gps এটা সাপোর্ট করবে হটস্পট ও আপনারা ব্যবহার করতে পারবেন এই মোবাইলটির দ্বারা এন এফ সি ও আছে।
সেন্সর এন্ড সিকিউরিটি
এই মোবাইল ফোনটিতে আছে লাইট সেন্সর কম্পাস যায় রাইস্কোপ ইত্যাদি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেব রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গার সেন্সর টাইপ অপটিকাল এতে আর একটি সুবিধা ও থাকছে সেটি হলো ফেস আনলক সিস্টেম এখন বলা যাক মিডিয়ার কথা এই ফোনটিতে মিডিয়া হিসেবে রয়েছে অডিও জ্যাক হিসেবে রয়েছে টাইপ সি এবং অডিও অফিসারস হিসেবে রয়েছে ডল বই এট্মস এবং ভিডিও রয়েছে ফোরকে সাপোর্টেড যেখানে আপনি ৩০ এফবিএস থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন ১০৮০ পিক্স জেলে ১২০ জাইরয়েস কোপ দিয়ে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এই মোবাইল ফোনটির তৈরিকৃত বা made in china
মোবাইল ফোনটির নাম হল realme g2 6t এই মোবাইল ফোনটি বাংলাদেশে অফিশিয়াল পাওয়া যায় না এটা বাংলাদেশ এভেলেবল পাওয়া যায় আনঅফিসিয়াল মোবাইল ফোন যেটা আপনার রিলিজ হয়েছিল ২৮শে মে ২০২৪ এখনো পর্যন্ত আছে এই মোবাইল ফোনটি Realme gt 6t এই মোবাইল ফোনের আনঅফিসিয়াল প্রাইস হল ৪৫ হাজার টাকা ই ৪৫ হাজার টাকা দিয়ে আপনি যে ভেরিয়েন্টটি পাবেন সেটি হল ৮ জিবি র্যাম এবং 256gb রম এই ফোনটি ।