ব্লগার ওয়েবসাইট খোলার নিয়ম
আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকে আমি একটি ইনকামের ব্যবস্থা নিয়ে আসলাম আপনারা এখন থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন কিভাবে আপনারা ইনকাম করবেন সহজ ভাবে সেটি আজকে আমি আপনাদের দেখায় দেব কিন্তু আপনাদের এটি মন দিয়ে পড়তে হবে এবং কিভাবে ইনকাম করবেন তার বিস্তারিত তুলে ধরবো এটি এমন একটা সিস্টেম যে আপনি আজকেই শুরু করবেন আর আজকেই ইনকাম করবেন এমনটা নয়। এর পিছনে আপনাকে অনেক সময় দিতে হবে অনেক মাথা খাটাইতে হবে যদি একবার আপনি ইনকাম করা শুরু করতে পারেন তাহলে আপনি প্রতি মাসে 100 ডলারের বেশি ইনকাম করতে পারবেন 1 থেকে 10 ডলার ইনকাম করতে পারবেন এটির মাধ্যমে। এখন আপনাদের ইনকাম করার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার এর যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করুন এরপর সেখানে গিয়ে সার্চ করবেন ব্লগার চার্জ করা হয়ে গেলে দেখবেন google ব্লগার এর একটি ওয়েবসাইট চলে আসছে । সার্চ রেজাল্ট এর প্রথমে দেখবেন ব্লগার নামে একটি ওয়েবসাইট চলে এসেছে সেখানে ক্লিক করে ভিতরে ঢুকবেন এবং আপনার জিমেইলটি দিয়ে সেখানে সাইন ইন করবেন সাইন ইন করা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন সেখানে নিচে দেখবেন যে ক্লিক নিউ ব্লগ সেখানে গিয়ে আপনি ইন্টার নেম দিবেন আপনি কি নামে আপনার ব্লগ সাইটটি করবেন তার একটি নাম সিলেক্ট করে দিবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনি একটা ইউআরএল সিলেক্ট করবেন বা সুজ করবেন সেখানে আপনি আপনার মত করে একটি ইউআরএল দিবেন তারপর ক্লিক বাটনে প্রেস করে আপনি সেভ করে নিবেন অটোমেটিক্যালি আপনার নতুন একটা ব্লগ ওয়েবসাইট খোলা হয়ে যাবে। নতুন ব্লগসাইট খোলা হয়ে গেলে আপনার প্রথমে ব্লক সাইট টাকে কাস্টমাইজ করে নিতে হবে আপনার মত করে কাস্টমাইজ করে নিবেন কাস্টমার করা হয়ে গেলে আপনি কাস্টমাইজ করবেন থিম অপশন থেকে আপনার মত করে কাস্টমাইজ করবেন এবং কাস্টমাইজ করা হয়ে গেলে আপনাকে সর্বপ্রথম পেজ তৈরি করতে হবে পেজ অপশনে গিয়ে নিউ ক্রিয়েট পেজ এখানে ক্লিক করে আপনি পেজ তৈরি করবেন এবাউট আস, কন্টাক্টাস, প্রাইভেসিভলিসি, টার্মস এন্ড কন্ডিশন, এবং ডিসলাইমার এই পাঁচটি পেজ তৈরি করা হয়ে গেলে আপনি চলে আসবেন প্রথমে আসার পর তখন আপনি করবেন থ্রি ডট অপশনে ক্লিক করবেন। সেখানে দেখবেন নিউ পোস্ট লেখা রয়েছে সেখান থেকে আপনি একটা পোস্ট লিখবেন পোস্টের টাইটেল দিবেন এবং ডিসক্রিপশন লিখবেন এরপর পোস্টের প্যারাগ্রাফ লিখে আপনি পোস্টটি পাবলিশড করে দিবেন পাবলিশ করা হয়ে গেলে এখন আপনাকে আপনার ওয়েবসাইটটাকে ইনডেক্স করানোর জন্য সার্চ কনসোলে অ্যাড করতে হবে সার্চ অঞ্চলে অ্যাড করার জন্য প্রথমে আপনি সেটিংস অপশনে যাবেন তারপর একটু নিচে নামবেন একটু নিচে নামার পর দেখবেন যে ইনডেক্সিং লেখা রয়েছে সেখানে ক্লিক করবেন এরপর এনাবেল করবেন কাস্টম রোবোট txt, এটাকে এনাবেল করে দিবেন এরপর দেখবেন কাস্টম রোবট টিএক্সটি লেখা রয়েছে সেখানে ক্লিক করে আপনাকে একটা টিএক্সটি ফাইল এড করতে হবে এই টিএসটি ফাইল টা কোথায় পাবেন এটা আমি আপনাকে বলে দিব বা এটি জানার জন্য আমার এই পোষ্টের কমেন্ট সেকশনে আপনি লিখবেন কিভাবে টি এক্স টি ফাইল পাব আমি আপনাদেরএক্সটি ফাইল জেনারেট করে দিব এরপর আপনারা আরেকটু নিচে নামলে দেখবেন এনাবেল কাস্টম রোবট হেডার ট্যাগ এটা আপনারা এনাবেল করবেন এখানে দেখবেন হোমপেজ ট্যাগ লেখা রয়েছে সেখানে ক্লিক করলে দেখবেন আরো কয়েকটি অপশন চলে আসছে সেই অপশন এর মধ্যে আপনি অল সিলেক্ট করবেন এরপর আরেকটু নিচে দেখবেন নো ডিপি লেখা রয়েছে সেটা সিলেক্ট করে সেভ অপশনে ক্লিক করবেন এরপর দ্বিতীয় নাম্বারে দেখবেন কাস্টম রোবট tax for active and search page এটি লেখা রয়েছে সেখানে ওই একই অপশন সিলেক্ট করবেন অল সিলেক্ট করবেন এবং নো ডিপি করে দিবেন ।
আরেকটু নিচে নামলে দেখবেন কাস্টম রোবট টেক্সট ফর পোস্ট এন্ড পেজ এটি লেখা রয়েছে সেখানেও একইভাবে অল এন্ড নো ডিপি করে দিবেন দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন এরপর দেখবেন যে গুগল সার্চ কন্ট্রোল লেখা রয়েছে ওই অপশনের উপরে ক্লিক দিবেন একটা সেখানে দেখবেন যে আপনার ইউআরএলটি বসাইতে বলছে আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন যে ইউআরএল টা চুজ করবেন ওইটা কপি করে রাখবেন কপি করা ইউআরএলটি গুগল সার্চ কোন চলে এড করবেন এখন আপনাদের কাজ শেষ চার্জ কনসোলে ঢোকার পর আপনি থ্রি ডট অপশন পাবেন সেখানে একটা সাইট ম্যাপ বলে অপশন রয়েছে ওই অপশনে ক্লিক করে আপনি একটা সাইট ম্যাপ এড করে নিবেন আপনার ইউআরএল টা দিবেন তারপর ডট সাইড ম্যাপ ডট এক্সএমএল এটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি সে অপশনে ক্লিক করে নিবেন তাহলে আপনার সাইট ম্যাপটি অ্যাড হয়ে যাবে। এখন আপনার সব কাজ শেষ আপনি চলে আসবেন ব্লগ আরে এসে নিউ পোস্ট এ ক্লিক করে প্রতিদিন পোস্ট করতে থাকবেন আর দেখবেন যে আপনার পোস্টগুলো ইনডেক্স হচ্ছে কিনা যদি ইনডেক্স না হয় তাহলে আমি আপনাদের আরেকটি পোস্ট দিব যে পোস্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে পোস্ট ইনডেক্স করা যায় আশা করি পোস্ট করলে আপনাদের ইনডেক্স হবে কিন্তু এখন বর্তমানে অনেক আপডেটের কারণে পোস্ট ইনডেক্স হইতে একটু সমস্যা হচ্ছে এজন্য বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে ওয়ার্ডপ্রেসের জন্য অনেক ধরনের প্লাগিন থাকে যার কারণে সহজে পোস্ট ইনডেক্স করানো সম্ভব হয় কিন্তু ব্লগারের ক্ষেত্রে একটু ঝামেলা হয় কিভাবে পোস্ট ইনডেক্স করাবেন তা দ্বিতীয় পার্টে বলে দিব আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছি আমাদের একসাথে তো সব বলা সম্ভব নয় তাই কিভাবে আপনারা ইনকাম করবেন এটি বিভিন্ন পার্টে বিভক্ত করে দিব একবারে আপনারা শূন্য থেকে কিভাবে ইনকাম করতে পারবেন সে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার শুধুমাত্র আপনাদের আমার এই পোস্টগুলো পড়তে হবে আর যা যা আমি পোস্টে বলেছি তা তা করতে হবে তাহলে আপনারা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন পোস্ট যদি আপনার ইনডেক্স হয় তাহলে আপনি এভাবে পোস্ট করতে থাকবেন ৩০ থেকে ৪০ টা পোস্ট করা হয়ে গেলে যখন একটু ভিজিটর আসবে তখন আপনারা ইনকামের জন্য এডসেন্সের কাছে কিভাবে আবেদন করবেন এটি আমি দ্বিতীয় পাল্টে বলে দিব কিন্তু একটা কথা আপনারা ছোট ছোট পোস্ট করবেন না এমন ভাবে পোস্ট করবেন যেন একটি পোস্ট ৮০০ থেকে ১০০০ ওয়ার্ডের হয় ধন্যবাদ ।